Login

লেখক হন

আপনার কনটেন্ট প্রকাশ করুন

বিদ্যাভূমি এ আপনাকে স্বাগতম

      বিদ্যাভূমি হল জেএসসি,  এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের পড়াশুনা বিষয়ক সহায়তা প্রদানকারী একটি মুক্ত প্লাটফর্ম। ২২/০১/২০২১ তারিখে বিদ্যাভূমি প্রতিষ্ঠিত হয়। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে আপনাকে পুরোপুরি সহায়তা করাটাই বিদ্যাভূমি এর লক্ষ।

পণ্ডিত মশাই এ যা যা পাবেনঃ


ক্লাস লেকচারআসাইনমেন্টহ্যান্ড নোটহোম ওয়ার্কচিত্রব্যবহারিকপ্রেজেন্টেশন, ইবুক, প্রশ্ন ব্যাংক, অনলাইন পরীক্ষা ইত্যাদি
আপনি চাইলে আপনার দেওয়া কোনো তথ্য আমাদের সাইটে প্রকাশ করতে পারবেন। তবে অবশ্যই আপনার প্রদানকৃত  তথ্য উপরোক্ত বিষয়গুলোর মধ্যে হতে হবে। 
একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, কোনোরুপ আপত্তিকর তথ্য গ্রহণযোগ্য নয়।

তথ্য প্রকাশের ধাপ:

আপনি যদি উপরোক্ত বিষয়গুলো মেনে কোনো কনটেন্ট পাঠান তাহলে খুব সহজেই আপনার তথ্য আমাদের সাইটে প্রকাশিত হয়ে যাবে ২ টি ধাপে

১। এডমিন আপনার কনটেন্টটি যাচাই ও বাছাই করবেন।
২। এডমিন আপনার কনটেন্টটি প্রকাশ করবেন।

যেভাবে কনটেন্ট পাঠাবেনঃ

আপনি সরাসরি আপনার কনটেন্ট প্রকাশ করতে পারবেন না। আপনাকে নিন্মে প্রদত্ত ইমেইলে আপনার কনটেন্ট পাঠাতে হবে।


ইমেইল পাঠানোর পর আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারন আমরা অসংখ্য ইমেইল পাই। সকল ইমেইল ধাপে ধাপে যাচাই করা হয়। আপনার কনটেন্ট গ্রহণযোগ্য হলে অবশ্যই প্রকাশিত হবে।

Best Regards,

K M Tanvir Rahman

Founder & Author of  বিদ্যাভূমি 


0 Comments:

Post a Comment

🤔 কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন !