Login

প্রাইভেসি পলিসি

বিদ্যাভূমি সাইটটি একটি ছোট টিম এর মাধ্যমে পরিচালিত হয়। যেহেতু প্রতিটি ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতি থাকে যা ব্যবহারকারীরা সেই সাইটটি ব্যবহার করার জন্য গ্রহণ করে। এজন্য বিদ্যাভূমি এর কিছু গোপনীয়তা(Privacy) নীতিও রয়েছে।

ব্যবহারকারীর প্রাইভেসিঃ 

বিদ্যাভূমি সাইটটি ব্যবহারকারীর প্রাইভেসি আমাদের কাছে খুবই জরুরি বিষয়। আমরা আমাদের সাইটটি ব্যবহারকারীর খুবই সামান্য তথ্য সংগ্রহ করি। সেগুলো হলঃ   IP Address, Geographical Location, Operating System, Browser ইত্যাদি। এই তথ্য আমরা কোথাও কখনো শেয়ার করি না। এই তথ্যগুলো আমরা ভালো মানের সেবা দেওয়ার জন্য সংগ্রহ করে থাকি।

ব্যবহারকারীর উদ্দেশ্যে কিছু কথাঃ

বিদ্যাভূমি সাইটটি ব্যবহার করতে কোনো সমস্যা, ত্রুটি বা অসুবিধা মনে হলে নিঃসংকোচে আমাদের জানাতে পারেন। নিন্মক্ত লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই আপনার মতামত সরাসরি আমাদেরকে পাঠাতে পারবেন।


আমরা খুবই খুশি হব যদি আপনি নিন্মের বিষয় গুলো আমাদের জানানঃ


  • আমাদের প্রদানকৃত কোনো তথ্যে ত্রুটি।
  • কোনো লিঙ্ক/ পেজ এ কোনো ত্রুটি।
  • নতুন কোনো তথ্য যা আমাদের সাইটে নেই এবং যুক্ত করা উচিত।
  • বিদ্যাভূমি  কে আরও উন্নত করতে আপনার কোনো মূল্যবান মতামত।


ব্যক্তিগত তথ্যের ব্যবহার ও নিরাপত্তাঃ


  • আমরা আমাদের সাইট ব্যবহার কারীর কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন তখন আপনার কিছু তথ্য যেমনঃ ( নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল) আমাদের কাছে চলে আসে। কিন্তু আমরা তার কোনো অসৎ ব্যবহার করি না। 
  • আমরা আমাদের সাইট ব্যবহার কারীর কোনো ব্যক্তিগত তথ্য কোনো মার্কেটিং কোম্পানিকেও দেই না।

ব্যবহারকারীর বয়সঃ

বিদ্যাভূমি  সাইটটি যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। এই সাইটটিতে কোনো রকম আপত্তিকর বিষয় প্রকাশ করা হয় না।

বিজ্ঞাপন:

বিদ্যাভূমি  সাইটটি নিয়ন্ত্রণের ব্যয়ভার বহনের জন্য সাইটটি তে কিছু বিজ্ঞাপন দেখা যেতে পারে। বিজ্ঞাপন গুলো যথাসম্ভব নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করা হয়। বিজ্ঞাপনের কারনে বিভ্রান্তির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।



কপিরাইট:

কপিরাইট @ ২০২৪ বিদ্যাভূমি . সমস্ত অধিকার সংরক্ষিত। এই সাইটের কোনো তথ্য বিনা অনুমতিতে অন্য স্থানে ব্যবহার ও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ । এই সাইটে কয়েকটি সংস্থা এবং বিষয়বস্তুর নাম হতে পারে স্বতন্ত্র সংস্থাগুলির ট্রেডমার্ক বা নিবন্ধিত ট্রেডমার্ক।



0 Comments:

Post a Comment

🤔 কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন !