পদার্থবিজ্ঞান
সূচিপত্র
- একটি আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়
- একটু ঢালু তক্তায় মার্বেল গড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয়
- নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকার গতির মডেল প্রদর্শন
- চলন্ত যানবাহনের দ্রুতি নির্ণয়
- সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়
- কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়
- রাবার ব্যান্ডের ব্যালেন্স তৈরি করে বস্তুর ওজন নির্ণয়
- উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন
- বিভিন্ন ব্যক্তির চোখে স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব নির্ণয় ও ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ
- ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় আধান সৃষ্টি
- বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী বৈদ্যুতিক সার্কিট এর নকশা প্রণয়ন এবং ব্যবহার প্রদর্শন
জীববিজ্ঞান
সূচিপত্র
- একটি সরল অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ
- একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ
- অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ
- অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা
- উদ্ভিদের প্রস্বেদন পরীক্ষা
- আলুর ব্লকের সাহায্যে অভিস্রবণ পরীক্ষা
- নিঃশ্বাসে নির্গত গ্যাসের প্রকৃতি পর্যবেক্ষণ
- উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা
- আলো অন্ধকারাচ্ছন্ন স্থানে রক্ষিত উদ্ভিদের চলন পর্যবেক্ষণ
- অঙ্কুরিত ছোলা বীজের সাহায্যে ভু অভিমুখী চলন পর্যবেক্ষণ
- ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ
- বিশ্রাম এবং শরীরচর্চার পর রক্তচাপ ও পালস রেট এর তুলনা।
রসায়ন
সূচিপত্র
- বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা
- উর্ধ্বপাতন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে দুটি উপাদান পৃথকীকরণ
- ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ
- বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা
- সোডিয়াম ক্লোরাইড লবনের কেলাস গঠন
- দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ সনাক্তকরণ
- নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি
- তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ
- কার্বনেট লবণের সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়া হওয়ার পরীক্ষা
- বিকার ড্রপার পিপেট পরিমাপক সিলিন্ডার লিটমাস পেপার ব্যবহার করে ট্রাইটেশন এর মাধ্যমে নির্দিষ্ট আয়তনের এসিড/ক্ষার প্রশমনে প্রয়োজনীয় ক্ষার/এসিড এর আয়তন নির্ণয়
- গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপাদন
- দুটি জানা লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে পরিবর্তন পর্যবেক্ষণ
উচ্চতর গনিত
সূচিপত্র
- y=9x+1 সমীকরণের লেখচিত্র অঙ্কন
- 4x+9y=10 সমীকরণের লেখচিত্র অঙ্কন
- y=3x²+3x+1 দ্বিঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন
- x²+9y²=144 সমীকরণের লেখচিত্র অঙ্কন
- 6.5cm, 7cm, 7.5cm বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বহির্বৃত্ত অংকন করে ব্যাসার্ধ নির্ণয়
- সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ফাইভ সেন্টিমিটার সমান বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে ত্রিভুজ অঙ্কন ও পরিব্যাসার্ধ নির্ণয়।
- এমন একটি বৃত্ত আঁকতে হবে যা 3.2 cm ব্যাসার্ধের একটি বৃত্তকে p বিন্দুতে স্পর্শ করে ও q বিন্দু দিয়ে যায়
- লেখচিত্রের সাহায্যে 3x²+3x+1=0 সমীকরনের সমাধান
- লেখচিত্রের সাহায্যে x²-5x+3=0 সমীকরনের সমাধান
- (n×π/2±©) কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো যেখানে
- y=x3-1 ফাংশনের লেখচিত্র অঙ্কন ও বিপরীত ফাংশন নির্ণয়
- y=4x ফাংশনের লেখচিত্র অঙ্কন ও বিপরীত ফাংশন নির্ণয়
- f(x)=ex সমীকরণের লেখচিত্র অঙ্কন এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয়
- f(x)=3x সমীকরণের লেখচিত্র অঙ্কন এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয়
- ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়
- ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতির সাহায্যে পঞ্চভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়
- ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি সাহায্যে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়
- প্রদত্ত বিন্দু সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়
- একটি আয়তাকার ঘনবস্তুর আয়তন , ৬টি তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়
- পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
- কোনকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
- ফুটবলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ ও আয়তন নির্ণয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সূচিপত্র
- Microsoft Operating System Software ইন্সটল , আনইন্সটল ও ডিলিট প্রক্রিয়া
- Microsoft Word ব্যবহার করে CV তৈরি
- Microsoft Excel ব্যবহার করে শিক্ষার্থীদের Result Sheet তৈরি
- Microsoft Powerpoint ব্যবহার করে Presentation তৈরি করা ।
Sir chemistry practical e ektu jhamela are ex:page1 Er por 3, erpor5 ,erpor 7
ReplyDeleteThank You! I'll solve it soon.
Delete